কলারোয়ায় জেলা মৎস্যজীবী সমিতির সহ-সভাপতি’র জমি দখলের অভিযোগ
সাতক্ষীরার কলারোয়ায় জেলা মৎস্যজীবী সমিতির সহ-সভাপতি বিমল চন্দ্র পোদ্দারে বসত বাড়ীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মুরারীকাটি গ্রামে ওই জমি দখল করা হয়। জেলা মৎস্যজবীবি সমিতির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য বিমল চন্দ্র পোদ্দার জানান-তার পৈত্রিক ৪শতক জমি জোর করে দখল করে নিয়েছে প্রতিবেশী আশুতোষ, রামপদ, নারায়ন, হারুন চন্দ্র পোদ্দার।
শনিবার সকালে তারা দলবদ্ধ হয়ে তার জমিতে প্রবেশ করে জমিতে লাগানো ফলফলাদি গাছ কর্তন করে সেখানে একটি টিন সেট ঘর নির্মাণ করা হয়েছে। এদিকে অভিযুক্তরা বলেন, তাদের সাথে পৈত্রিক ৪শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। আমারা আমাদের জমিতে একটি শিব মুন্দির নির্মাণ করবো। তাই সেখানে পরিষ্কার করেছি। এদিকে কলারোয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছেন।