ভিসা পাননি ওয়ার্নার, খেলবেন না আইপিএল!
বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের প্রভাব পড়েছে আইপিএলেও। বিদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এর ফলে আইপিএলের ত্রয়োদশ আসরে দেখা নাও যেতে পারে অস্ট্রেলিয়া ও সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ভারতে আসার জন্য ভিসার আবেদন করেছিলেন তিনি। কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ না দেখিয়েই তার সে আবেদন প্রত্যাখ্যান করেছে ভারতীয় দূতাবাস।
ধারণা করা হচ্ছে, আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর বিদেশি ক্রিকেটারদের আনার জন্য বিসিসিআইয়ের কর্মকর্তারা এগিয়ে আসবেন। যেন কোনো বিদেশি তারকা ক্রিকেটার—বিশেষ করে ওয়ার্নারের মতো কেউ, সেদিকে বিশেষ নজর দেবে দেশটির বোর্ড।
আইপিএলের এবারের আসরে আবারো হায়দরাবাদের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করেছেন লিটল ডায়নামাইট ডেভিড ওয়ার্নার। গত বছর দলের নেতৃত্বে ছিলেন কেন উইলিয়ামসন। ২০১৬ সালে দলের হয়ে একমাত্র শিরোপা উপহার দিয়েছিলেন অধিনায়ক ওয়ার্নার।
নিষেধাজ্ঞায় থাকায় ২০১৮ সালে আইপিএলে খেলতে পারেননি ওয়ার্নার। ২০১৯ সালে আবারো ফেরেন টুর্নামেন্টে। ১১ ম্যাচে ৬৯২ রান নিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি।