দেবহাটায় দুই হোটেল মালিককে জরিমানা
দেবহাটা উপজেলা পরিষদ ক্যান্টিন এন্ড রেস্তোরা এবং পাশ্ববর্তী মল্লিকা রেস্তোরার মালিককে মোবাইল কোর্টে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন মোবাইল কোর্ট পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, বিক্রি এবং ফ্রিজে বাশি পঁচা খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে উপজেলা পরিষদ ক্যান্টিন এন্ড রেস্তোরার মালিক আব্দুস সাত্তার ও মল্লিকা রেস্তোরার মালিক আব্দুস সালামকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করেন।
Please follow and like us: