তালায় জাতীয় সংগীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ছাত্রীদের সংবর্ধনা প্রদান
সাতক্ষীরা তালায় মহিলা কলেজের ছাত্রীরা গত ০৫ মার্চ ২০২০ তারিখে জাতীয় সংগীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় বৃহস্পতিবার(১২ মার্চ) তালা মহিলা কলেজ কর্র্তৃক তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এম এ কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভানিং বডির সভাপতি ও সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এড, মুস্তফা লুৎফুল্লাহ। প্রভাষক গাজী নজরুল ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, গর্ভানিং বডিং সদস্য মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, নারায়ন চন্দ্র দেবনাথ,ফেরদৌসি খাতুন, সার্স পরিচালক ইমান আলী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম প্রমুখ। মহিলা কলেজে জাতীয় সংগীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ছাত্রী হলেন, সুপ্রিতা রায় প্রীতি,ফাতেমা নাসরুম সন্ধি,বিহ্ন গুহ, আতসী মজুমদার, সেতু ঘোষ, বৃষ্টি দেবনাথ, নিশাত শাহিন নোভা, সামিয়া ইয়াসমিন, পরমা দত্ত, প্রত্যাশা সরকার কাজল।
এ বিষয়ে সাবেক অদ্যক্ষ মোঃ আব্দুর রহমান ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃসাইফুল ইসলামসহ কলেজের গভানিং বডির সকল সদস্য উক্ত কলেজের ছাত্রীরা যাহাতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।