ডুমুরিয়ায় ৪ দিন ব্যাপি ৩০ তম ১৬ প্রহর বারুইকাটি মঠ মন্দীরে মহানাম যজ্ঞ অনুষ্ঠান
ডুমুরিয়ার বারুইকাটি কাঠালিয়া শ্রীশ্রী বঙ্গেয়মাতা সেবাধাম আশ্রমে ৪ দিনব্যাপী মহানাম যজ্ঞ মঙ্গলঘট স্হাপন ও শ্রীশ্রী কৃষ্ণের দোল পুজার মধ্যদিয়ে বাবু কৃষ্ণপদ রায়ের গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কর্যক্রম হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতা করেন ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিমল কৃষ্ণ সানা। বিশেষ অথিতি হিসাবে উপস্হিত অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলী ও সরকারি চাকরিজীবীদের গণসংবর্ধনা শেষে পবিত্র গীতা ও উত্তরীয় দিয়ে সম্নাননা করা হয়।
যজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার অবসর প্রাপ্ত শিক্ষক বৃন্দ ও সরকারী চাকুরীজীবি গণ উপস্হিত ছিলেন। এ সময় উপস্হিত ছিলেন নারায়ণ চন্দ্র মন্ডল, কালিপদ মণ্ডল, দেবদাস মল্লিক, ডাঃ বিকাশ মল্লিক, মহিতোষ রায়, প্রফুল্ল গোলদার, অতুল কৃষ্ণ মিস্ত্রি, সুবল চন্দ্র মন্ডল, প্রফুল্ল সরকার, সুধীর নাথ, রবীন্দ্রনাথ সরকার, ক্ষিতীশ চন্দ্র রায়, বিশ্বজিৎ মন্ডল, কুমুদ রঞ্জন মল্লিক, অখিল চন্দ্র বালা, দীনবন্ধু বালা, শিবপদ, সুমন রায়, অরবিন্দ রায়, সন্তোষ, বাবু নির্মল কান্তি, প্রকাশ মণ্ডল, কিশোরী মোহন মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, কুন্জন বিহারী মন্ডল, সুকুমার বিশ্বাস, মিনতি রায়, কানাই লাল মিস্ত্রি, অরবিন্দু প্রমুখ । অনুষ্ঠানে ৩৫ জনকে গীতা ও উত্তরীয় প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে তাপসি দাসি কপিলমুনি ভগবত পাঠ করেন। নামাকৃত পরিবেশনায় থাকবেন যারা নিত্যানন্দ সম্প্রদায়-দাকোপ মাষটারবাবু প্রিয়নাথ,বিবেকানন্দ সমপ্রদায় দাকোপ মাষ্টার বাবু দিলিপ জোয়াদ্দার,নব গৌরঙ্গ সম্প্রদায় সাতক্ষীরা মাষ্টার বাবু বিজন সরদার, দীপালী সম্প্রদায় খুলনা মাষ্টার শ্রীমতি নিলীমা মন্ডল, নব গোপাল সম্প্রদায় সাতক্ষীরা মাষ্টার বাবু সাধু মন্ডল, সুপ্রিয়া সম্প্রদায় খুলনা মাষ্টার শ্রীমতি সুপ্রিয়া।
অনুষ্ঠানে ১১ও ১২ তারিখে অখন্ড মহানাম সংকীড়তন, ১৩ তারিখে প্রভাতে নাম সংকীর্তন সমাপনীও কুন্জভঙ্গ,নগরকীর্তন,দধীমঙ্গল, ভাগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ।
উক্ত নাম যজ্ঞ অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় পরিচালনা করেন প্রভাষক বাবু বিজন কুমার রায়।
Please follow and like us: