কেশবপুরে সুবোধ মিত্র প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার প্রদান, বিত্তবানদের সহযোগিতা কামনা
যশোরের কেশবপুরে সুবোধ মিত্র মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার দুপুরে উন্নতমানের খাবার প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে মুরগীর মাংস ও রান্না করা খাবার বিতরণ করেন রায়হান মেশিনারিজের স্বত্তাধিকারী আসিফ রায়হান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এস এম ছায়ফুল, সমাজসেবক হাফিজুর রহমান বাবু, ব্যাবসায়ী স্বপন বিশ্বাস, সুইট বাংলাদেশের সভাপতি মাহাবুর রহমান, মনোহরপুর প্রতিবন্ধী স্কুলের সভাপতি জালাল উদ্দীন প্রমুখ।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সুবোধ মিত্র মেমোরিয়াল অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয় চালাকালীন দুপুরের খাবার প্রদানের জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বানদের আর্থিক সহযোগিতা চেয়েছেন।