বিদ্যুৎ পানি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির সমাবেশ ও মানববন্ধন
বিদ্যুৎ পানি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার বিকাল ৫টায় সাতক্ষীরা পাকাপুলের উপরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ কমরেড ময়নুল হাসান।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, কমরেড অজিত কুমার রাজবংশী, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল কুমার সরকার। এছাড়া উপস্থিত ছিলেন, ছাত্রমৈত্রী নেতা সাকিব মোড়ল, আনন্দ সরকার, যুবনেতা হেলালসহ, ছাত্রমৈত্রী, যুবমৈত্রী, খেতমজুরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি স্বপন কুমার শীল।
সমাবেশে জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এড.ফাহিমুল হক কিসলু বলেন, জনগনের সরকারকে জনগনের কথা, কৃষক খেতমজুর গরিব মানুষের কথা ভাবতে হবে। বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি, অপচয়, সিস্টেম লসের নামে দিনের পর দিন বিদ্যুৎ চুরি হচ্ছে। বিদ্যুৎ খাতে সুশাসন নিশ্চিত করা গেলে দাম না বাড়িয়েও সরকারের ব্যয় সমন্বয় করা যেতো। বিদ্যুত, গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। বিদ্যুতের দাম বেড়েছে ১ মার্চ ২০২০ থেকে পানির দাম বেড়েছে, ১ এপ্রিল থেকে গত বছরের জুলাই থেকে বেড়েছে গ্যাসের দাম। গ্যাস পানি বিদ্যুৎ মিলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর অসহনীয় চাপ সৃষ্টি হবে। গরিব মানুষের আয় বাড়ছে না, কিন্তু পাল্লা দিয়ে ব্যয় বাড়ছে। সরকার তো দাম বাড়িয়ে তার ব্যয় সমন্বয় করে ফেলে। সাধারণ মানুষ কিভাবে সমন্বয় করবে? মূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণের ভোগান্তি হবে কি হবে না, সেটা আসলে উঁচু মহলে বসে বোঝা যায় না। জেলা ওয়ার্কার্স পার্টি বিদ্যুৎ, পানি, গ্যাস ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছে এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে।