নিয়মিত চোখের চারপাশের যত্ন নেবেন যেভাবে
চোখ মানুষের সৌন্দর্যের এক অন্যতম অঙ্গ। চোখের নিচের একটু কালো দাগই পারে আপনার মুখের সব সৌন্দর্য ম্লান করতে।
একরাত অনিদ্রায় কাটালেই অনেকের চোখের নিচে কালি পড়তে পারে। আবার অন্যান্য আরো কারণেও এটি হতে পারে। তাই প্রয়োজন নিয়মিত চোকের চারপাশের যত্ন।
কীভাবে নেবেন যত্ন? কোনো ঝামেলা ছাড়াই একটু সতর্ক থাকলেই ভালো থাকবে আপনার চোখ। জেনে নিন নিয়মিত চোখের চারপাশের যত্ন নেবেন যেভাবে-
> চোখের মেকআপ পরিষ্কার করার সময় একটু সতর্ক থাকুন। বেশি ঘষে মেকআপ তোলা যাবে না। হালকা হাতে চোখের চারপাশ থেকে মেকআপ পরিষ্কার করুন।
> নিয়মিত সানস্ক্রিন লাগান। সেটা আপনি ঘরে থাকুন আর বাইরে। এসপিএফ যুক্ত সানস্ক্রিন লাগান।
> চোখের চারপাশের কুচকে যাওয়া রোধ করতে অতিরিক্ত ক্যাফেইন, চিনি এবং ভাজা খাবার এড়িয়ে চলুন।
> রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে অবশ্যই মুখের অন্যান্য জায়গার পাশাপাশি চোখের চারপাশে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
এই টিপসগুলো নিয়মিত ব্যবহার করুন। এতে করে আপনার চোখের চারপাশ থাকবে কালিমুক্ত আর মসৃণ।
সূত্র: টাইমসঅবইন্ডিয়া