দেড় ঘণ্টা ধরে জ্বলছে মিরপুরের বস্তি, সব পুড়ে ছাই
রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রথম দিকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় এখন ১৬টি ইউনিট কাজ করছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ আগুন লাগে।
ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার ডেইলি বাংলাদেশকে বলেন, মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে এ আগুন লেগেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের তীব্রতা এত বেশি যে আমাদের কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। এখানে সব পুড়ে ছাই হয়ে গেছে। আশেপাশের কয়েকটি ভবনেও আগুন লেগে গেছে।
প্রাথমিকভাবে প্রাণহানির খবর জানা যায়নি। পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণ।
এর আগে, গত বছরের ১৬ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই বস্তির দুই হাজারের বেশি ঘরের প্রায় সবগুলোই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ৩ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।