কলারোয়া সরকারি কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কলারোয়া সরকারী কলেজ চত্বেরে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুলজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিরতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন সহ বিভিন্ন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের একমাত্র পুত্র উচ্ছাস কে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
Please follow and like us: