কলারোয়ার চন্দনপুরে মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)। তিনি চন্দনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের জাফর আলী মন্ডলের ছেলে। বুধবার বেলা আড়াইটার দিকে নিজ বাস ভবনে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে প্যারালাইসিজে ভুগছিলেন। বিকেলে জানাজা নামাজ শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন উপজেলার মদনপুর মদরাসার সুপার কারী মাহবুবুর রহমান। এর আগে উজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধারকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেনের নেতৃত্বকে পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন কমান্ডার আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধানুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন, ইউপি সদস্য অলিয়ার রহমান, জাহাঙ্গীর আলসহ শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিগণ।