অভিনেত্রী নাসরিন হাসপাতালে
পেটে টিউমারের সমস্যার কারণে অসুস্থ হয়ে মনোয়ারা হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী নাসরিন। দুই-একদিনের মধ্যেই তার অপারেশন হবে বলে জানিয়েছেন ডা. শামসাদ জাহান শান্তা।
নাসরিন বলেন, আমার সমস্যাটা এখন ভয়াবহ। দুই-একদিনের মধ্যে অপারেশন করাতে হবে। শরীরে রক্তশূন্যতাও চলছে। অনেক রক্তের প্রয়োজন। এরইমধ্যে কয়েক ব্যাগ রক্তও দেয়া হয়েছে। আরো রক্ত প্রয়োজন। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।
একজন অতিরিক্ত শিল্পী হিসেবে নাসরিনের চলচ্চিত্রে অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে। এরপর নানামুখী চরিত্রে নিজেকে প্রতিঠিত করেন। কখনো বোন, কখনো ভাবী, কখনো সহ নায়িকা, নায়িকা আবার কখনোবা প্রতিনায়িকার চরিত্রে নাসরিন ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠেন।
হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায় অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। বর্তমানে নাসরিন দুই সন্তানের জননী। স্বামী রিয়েল খান চলচ্চিত্র অভিনেতা।