ইতালিতে সব খেলা বন্ধ ঘোষণা
ক্রমবর্ধমান করোনা আতঙ্কে ইতালিতে সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।
দেশটির সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা ইতালিয়ান সিরি আ’র খেলা আপাতত স্থগিত হয়ে গেলো। এর আগে আগামী ৩ এপ্রিল পর্যন্ত দর্শকশুন্য স্টেডিয়ামে খেলা আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছিলো।
এর আগে সোমবার এক জরুরি বৈঠক শেষে দেশটিতে সব খেলা স্থগিত করার পরামর্শ দিয়েছিলো ইতালির অলিম্পিক কমিটি।
ইউরোপে করোনার আঘাতে সবচেয়ে বেশি আক্রান্ত ইতালি। দেশটিতে এরইমধ্যে অন্তত ৯০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে ৪৫০ এরও বেশি মানুষের।
Please follow and like us: