আশাশুনিতে মুজিববর্ষে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আনুলিয়ার জয়
আশাশুনিতে মুজিব বর্ষ উপলক্ষ্যে ৪ দলীয় ফুটবল টুর্ণমেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও যুবলীগ নেতা পরেশ অধিকারীর সার্বিক তত্ত্ব¡াবধানে এবং মুজিব বর্ষ-উদযাপন কমিটির আয়োজনে উদ্বোধনী খেলায় নাইজেরিয়া, ঘানা ও জাতীয় দলের বাছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত আনুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম শোভনালী ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়।
খেলায় আনুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে ফাইনালে উঠেছে। আগামীকাল বৃহস্পতিবার কাসিবাটি ফুটবল একাদশ বনাম কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া ফুটবল একাদশ মুখোমুখি হবে। খেলা পরিচালনা করেন, বাফুফে রেফারী নাসির উদ্দীন, বাবলুর রহামন, একে আজাদ কানন ও আনিছুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিল, সম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, প্রভাষক ম. মোনায়েম হোসেন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, আ’লীগের দপ্তর সম্পাদ জগদিশ চন্দ্র সানা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো দর্শক উপস্থিত ছিলেন।