আশাশুনিতে দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালী ও আলোচনা সভা
আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২০ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। “দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রস্তুতি, টেকসই উন্নয়নে আসবে গতি” প্রতিপাদ্যকে সামনে রেখে, দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। ফ্রেন্ডশিপ ও আইডিয়ালের সহযোগিতায় সিপিপি উপজেলা টিম লীডার আঃ জলিলের সঞ্চালনায় সভায় পিআইও অফিসের সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সিপিপি সদস্য আঃ লতিফ প্রমুখ বক্তব্য রাখেন।