আশাশুনিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশাশুনিতে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা- ২০২০ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশাশুনি সরকারি কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অক্সফ্যাম বাংলাদেশ ও চ্যানেল আই’র সহযোগিতায় উপজেলা প্রশাসন আশাশুনির বাস্তবায়নে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার ৮টি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বিতর্কিক দল অংশ নেয়। ইতিপূর্বে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল, বুধহাটা বিবিএম কলেঃ স্কুল দল, গুনাকরকাটি কামিল মাদরাসা দল, বড়দল আফতাব উদ্দিন কলেঃ স্কুল দল, দরগাহপুর এসকেআরএইচ কলেঃ স্কুল দল, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় দল, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল ও আশাশুনি সরকারি কলেজ দল উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়।
উপজেলা পর্যায়ে দরগাহপুর কলেঃ স্কুল দল সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার আপ হয়েছে গুনাকরকাটি কামিল মাদরাসা দল। শ্রেষ্ঠ বিতর্কিক নির্বাচিত হয়েছে দরগাহপুর দলের দলপতি জ্যোতি। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, অধ্যক্ষ ড. মিজানুর রহমান। বিচারক ছিলেন, দুপ্রক আশাশুনি উপজেলা সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, অধ্যাপক তুপ্তিরঞ্জন সাহা ও একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান। সদস্য সচিবের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ।