খাজরার যুব উদ্যোক্তা মুজিববর্ষে নির্মান করলেন মুজিব ভবন
আশাশুনি উপজেলার খাজরায় মুজিববর্ষে এক প্রতিভাবান যুব উদ্যোক্তা কসকেট দিয়ে নির্মান করছেন মুজিব ভবন। উদ্যোক্তা যুবকের নাম হাফেজ আশিক রহমান। তিনি উপজেলার খাজরা ইউনিয়নের হাফেজ আনিছুর রহমানের ছেলে।
আশিক রহমান জানান, প্রায় ২মাস ধরে মুজিব ভবনটি নিজ হাতে নির্মান করেছেন। তিনতলা বিশিষ্ট মুজিব ভবনের মধ্যে আছে ছোট-বড় মিলিয়ে মোট ১৩টি রুম, ১৫টি জানালা, ৬টি বেলকনি। এবং ভবনটিতে ওঠা-নামার জন্য আছে ৫টি সিড়ি। এছাড়া মুজিব ভবনের পাশে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত সেই প্রাইভেটকার। প্রতিভাবান যুব উদ্যোক্তার নির্মীত বঙ্গবন্ধু ভবন দেখতে প্রতিদিন সকাল থেকে দিনভর তার বাড়ীতে ভিড় জমাচ্ছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আশিক রহমানের পিতা আনিছুর রহমান বলেন, তার প্রতিভা দেখে আমি মুগ্ধ। আমার যত কষ্ট হোক না কেন, আমি আমার সাধ্যমত তার প্রতিভার প্রকাশ ঘটাতে চেষ্টা করবো। তাকে সরকারী ভাবে কোন সহযোগিতা দেওয়া হলে তিনি একজন উদ্যোক্তা হিসেবে দেশের স্বার্থে কাজ করতে পারবেন বলে মনে করছেন স্থানীয়রা।