নারী বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
বিশ্ব নারী দিবসে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। নারী ক্রিকেটের অন্যতম মেগা ইভেন্টের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি ক্যাপ্টেন মেগ ল্যানিং।
এই ম্যাচ দিয়েই খেলার মাঠে নারীদের সবচেয়ে বড় সমাগমের রেকর্ড গড়তে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে এক লাখ ধারণ ক্ষমতা সম্পন্ন এমসিজির প্রায় সব টিকেট বিক্রি হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যম।
সবচেয়ে বেশি নারী এক সঙ্গে বসে খেলা দেখার রেকর্ড হয়েছিল ১৯৯৯ সালের ফিফা নারী বিশ্বকাপে। সেবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে এক সঙ্গে ৯০ হাজার ১৮৫ জন নারী খেলা দেখেছিলেন।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশ চারবার শিরোপা লাভ করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে প্রথমবারের মতো এই ফরম্যাটে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের নারীরা। তবে এবারের আসরে গ্রুপ পর্বে দুই দলের দেখায় জয়ী হয়েছিল ভারত।