করোনায় নিউইয়র্কে জরুরি অবস্থা, মৃত্যু ১৯

প্রাণঘাতী করোনাভাইরাসে আমেরিকার ফ্লোরিডায় দুজনের মৃত্যুর একদিন পর এবার ওয়াশিংটনে আরো দুজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯-এ পৌঁছালো। এদিকে নিউ ইয়র্কে ২১ জনের এ ভাইরাস শনাক্ত হওয়ায় শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। শনিবার দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২৯টি রাজ্যে কমপক্ষে ৪০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত শুক্রবার নতুন করে দেশটির আটটি অঙ্গরাজ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। এগুলো হলো-সাউথ ক্যারোলাইনা, হাওয়াই, ইন্ডিয়ানা, ওকলাহোমা, নেব্রাস্কা, কেনটাকি, মিনেসোটা এবং পেনসিলভানিয়া।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)