আশাশুনিতে সমবায় অধিদপ্তরের মতবিনিময় সভা
আশাশুনিতে সমবায় অধিদপ্তরের উদ্যোগে সমবায় সমিতি সমূহের মধ্যে আন্তঃ সমবায় সম্পর্ক জোরদার করণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ সভার আয়োজন করা হয়।
“মুজিববর্ষের অঙ্গিকার সমবায় হোক দারিদ্র বিমোচনের হাতিয়ার” শ্লোগানকে সামনে রেখে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম। উপজেলা সমবায় অফিসার মোঃ করিমুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোঃ আশরাফ হোসেন ও উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক সন্যাসী কুমার মন্ডল। সভায় সমবায় সমিতিকে শক্তিশালী করে ও কার্যকরভাবে পরিচালনার মাধ্যমে সমবায়ীদেরকে সাবলম্বী হওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাথে সাথে করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টিসহ মুজিব বর্ষে করনীয় বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।