বছরের প্রথম অ্যানিমেশন সিনেমা ‘অনওয়ার্ড’ ঢাকায়
পর্দায় অ্যানিমেশন চলচ্চিত্র মানে ছোটদের জন্য, এমন ধারণা বদলে গেছে। অ্যানিমেশন চলচ্চিত্রের দর্শক এখন সব বয়সের মানুষ। আর অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণে পিক্সার অ্যানিমেশন স্টুডিও’র জুড়ি নেই। ওয়াল্ট ডিজনি পিকচার্সের সঙ্গে যুক্ত হয়েপিক্সার নির্মাণ করেছে অসাধারণ সব সিনেমা। টয়স্টোরি, মনস্টার ইঙ্ক, ফাইন্ডিংনিমো, দ্য ইনক্রেডিবলস, কারস, ওয়ালিসহ অসংখ্য সিনেমা বলে দেয় তাদের সাফল্যের কথা। গতবছর তারা সাড়া জাগিয়েছিলো ‘টয় স্টোরি৪’ দিয়ে।
২০২০ সালে তারা কী উপহার নিয়ে আসে সেটা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। সেই অপেক্ষার অবসান ঘটলো আজ। শুক্রবার মুক্তি পেয়েছে বছরের প্রথম অ্যানিমেশন ছবি ‘অনওয়ার্ড’। সুখবর বাংলাদেশের দর্শকদের জন্যও। আন্তর্জাতিক মুক্তির দিনেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।
ড্যানস্ক্যানলনের পরিচালনায় এ ছবির বিভিন্ন চরিত্রে কন্ঠ দিয়েছেন টমহল্যান্ড, ক্রিস প্র্যাট, জুলিয়া লুইস, ওক্টাভিয়া স্পেনসার প্রমুখ।
ইয়ান লাইটফুট এবং বার্লি লাইটফুট দুই ভাই। এ দুই কিশোরের বাবা নেই। ইয়ানের জন্মের আগেই বাবা মারা যায়। আর বার্লিতখন এতটাই ছোট ছিল যে, বাবার স্মৃতি তার মনে নেই। পূর্বনির্ধারিত উপহার হিসেবে তাদের বাবা একজন জাদুকর কর্মীকে পাঠায়। ওই কর্মী একটা জাদুর কাঠি নিয়ে আসে। যেটির মাধ্যমে ২৪ ঘণ্টার জন্য তাদের বাবাকে ফিরিয়ে আনবে, যাতে তারা দেখতে পায়। এ নিয়ে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে। দুই ভাইয়ের পাল্টাপাল্টি চেষ্টা আর জাদুকরের রহস্য মিলে তৈরি হয় এ ছবির মজার কাহিনী।
২১ শে ফেব্রুয়ারি ৭০তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়। সেখানে অনেকেই সিনেমাটির প্রশংসা করেন। রোটেন টমেটোস-এর রিভিউতেও ভালো রেটিং পেয়েছে ‘অনওয়ার্ড’।