নড়াইলে ১০ মিনিটের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি
নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে শিলাবৃষ্টি হয়েছে। বুধবার রাত পৌনে নয়টার দিকে মাত্র ১০ মিনিটের শিলা বৃষ্টিতে আমের মুকুলসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, বৃষ্টির সঙ্গে প্রচণ্ডভাবে বয়ে যাওয়া শিলাবৃষ্টিতে আমের মুকুল, লিচুর মুুকুল, পানের বরজ, বোরো ধান, সরিষা, গম রবিশস্যের ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
কালিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এফএম সোহাগ বলেন, রাত পৌনে ১০ টার দিকে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে শিলা পড়তে শুরু করে।
কালিয়ার গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শাহী জানান, উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। কৃষি বিভাগ বৃহস্পতিবার খোঁজখবর নিয়ে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলতে পারবে।
Please follow and like us: