সাতক্ষীরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা সভা
সাতক্ষীরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) সকাল ১০টায় সার্কিট হাউজ হলরুমে সভাপতিত্বে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র পরিচালক মো. সানাউল হক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র সহকারি পরিচালক এ.এ রাজ্জাক, এএসপি মো. শাহাজান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ মামলা জেলার স্বাক্ষী সমন্বয়কারী মো. শাহ আলম প্রমুখ। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ মামলার অগ্রগতি বিষয়ে সাক্ষী ও অভিযোগকারীদের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশের গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্ত সকল অপরাধীর বিচারের লক্ষ্যে পর্যায়ক্রমে সাতক্ষীরা জেলার সকল উপজেলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।