দেবহাটায় মুজিববর্ষ, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা
দেবহাটায় আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে সভা গুলো অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন নাহার, উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন প্রমুখ। সভায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।