সাতক্ষীরার সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যু আটক

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত নদী রায়মঙ্গলের মোহন্তখালী খাল থেকে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। রোববার রাতে এই দস্যুদের আটক করা হয়। এ সময় তিন জেলেকে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে।

আটক দুই বনদস্যু হলেন, বাগেরহাটের রামপাল উপজেলা সদরের গোলাম মোল্লা (৩৬) ও ভারতের বাসিন্দা জালাল উদ্দীন (৫০)।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চি ও হরিনগর গ্রামের বাসিন্দা বাবলু গাজী, শহীদ হোসেন ও রেজাউল ইসলাম।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী কোস্ট গার্ডের পেটি অফিসার নজরুল ইসলাম জানান, সুন্দরবনে মাছ শিকারে গিয়ে বনদস্যুদের হাতে অপহরণের শিকার হন কালিঞ্চি গ্রামের দুইজন ও হরিনগর গ্রামের এক জেলে। অপহৃত জেলেদের পরিবারের মাধ্যমে বিষয়টি আমাদের কানে আসে। রোববার রাত সাড়ে ৯টার দিকে অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদের গ্রেফতারে অভিযান চালানো হয়।

তিনি বলেন, সীমান্ত নদী রায়মঙ্গলের মোহন্তখালী খালের মধ্য থেকে তিন জেলেকে উদ্ধার ও একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলিসহ বনদস্যু বুলবুল বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশের ওসি নাজমুল হুদা বলেন, দুই বনদস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। আটক দস্যুদের এখনো থানায় হস্তান্তর করেনি। হস্তান্তরের পর বিস্তারিত জানাতে পারব।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)