সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভা
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা আবেদার রহমান, আবুল হোসেন খোকন, আরমান আলী, এস এম রবিউল ইসলাম, মোমিন হাওলাদার, ইব্রাহিম ফকির, রহমত আলী, মফিজুর রহমান, হাফিজুর রহমান, বাবলু হাসান, মনিরুজ্জামান টুটুল, হোসেন মাহমুদ ক্যাপটেন, কামাল, নাজমা, মর্জিনা, শরিফা, সালমা প্রমুখ।
বক্তারা বলেন ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এখনো আমলতান্ত্রিক জটিলতায় বাস্তবায়ন সম্ভব হয়নি। এছাড়া দেবহাটার নোড়ার চক ভূমিহীনদের তালিকায় অনিয়মের অভিযোগ তুলে বলেন, নোড়ার চকের প্রকৃত ভুমিহীনদের আড়াল করে বহিরাগতদের তালিকা প্রস্তুত করা হয়েছে। অবিলম্বে জেলা প্রশাসক যাচাই-বাছাই পূর্বক তালিক প্রস্তুতের দাবি জানান। এছাড়া সাতক্ষীরা প্রাণ সায়ের খাল পাড় হতে উচ্ছেদ হওয়া ভূমিহীনদের জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এবিষয়ে ক্ষমতাসীন দলের রাজনৈতিক হস্তক্ষেপ না হয় সে বিষয়ে খেলায় রেখে বক্তারা অবিলম্বে তাদের খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান।