সাতক্ষীরায় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
সাতক্ষীরায় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার যৌথ আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলের দ্বিতীয় তলায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে বর্জ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম।
এসময় তিনি পরিবেশ সম্মতভাবে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবরোটরী সমূহের বর্জ ব্যবস্থাপনার প্রতি গুরুত্বারোপ করে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবরোটরী সমূহের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট করে জনমানুষের ক্ষতি হয় এমন কাজ করা থেকে সকলকে বিরত থাকার আহবান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, সদস্য এ.কে.এম আনিছুর রহমান, বিধান চন্দ্র রায়, কৃষ্ণপদ পাল, পুলক পাল, রেজাউল্লাহ, আনারুজ্জামান প্রমুখ।
এসময় সাতক্ষীরায় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবরোটরী সমূহের শতাধিক প্রতিনিধি বর্জ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান রাসেল।