সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ‘এস এম ই পণ্য মেলা-২০২০(ভিডিও)
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ‘এস এম ই পণ্য মেলা-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এস এম ই ফাউন্ডেশনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসককের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
https://www.facebook.com/1097067257079185/videos/213624109827937/
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী ‘এস এম ই পণ্য মেলা-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বিশ্ব বাজারে বাংলাদেশী পণ্যের একটা ভাল সুনাম রয়েছে। এ সুনাম ধরে রাখতে পণ্যের গুণগত মান বাড়াতে হবে। ব্যবসায়ীদেরকে উৎসাহ দিতে সকলকে সপ্তাহব্যাপী পণ্য মেলায় আসার আমন্ত্রণ জানান। সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর অবস্থা ভাল নয়। সামান্য পানি হলেই পানিতে তলিয়ে যায় এলাকাটি।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপ-মহাব্যবস্থাপক আবির হোসেন, নাসিব’র সভাপতি জি.এম নুরুল ইসলাম রণি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেল সুপার আবু জাহেদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক এম. এম.এ জায়েদ বিন গফুর। সপ্তাহব্যাপী ‘এস এম ই পণ্য মেলা-২০২০ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ৬১টি স্টল স্থান পেয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।