শেষ সিরিজে মাশরাফীর অধিনায়কত্বের দায়িত্ব
দীর্ঘদিন পর আবারো বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে মাঠে নামছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্যমতে, জিম্বাবুয়ের বিপক্ষে ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজই হতে যাচ্ছে মাশরাফীর শেষ সিরিজ। আগামী বোর্ড সভায় নির্বাচিত হতে পারেন নতুন অধিনায়ক। কিন্তু কে হবেন নতুন অধিনায়ক। আলোচনায় নতুন করে উঠে আসলেন মুশফিকুর রহিম।
গত ১৯ ফেব্রুয়ারি পাপন বলেছিলেন, আমার ধারণা মাশরাফী এই সিরিজটায় অবশ্যই থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। ও যদি ফিট না হয় সেটা অন্য কথা। ওর জন্য আমরা অতটা কড়াকড়ি করতে যাচ্ছি না। তবে খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত নিতে হবে সামনে যে বিশ্বকাপটা আছে সেটার দল ও অধিনায়ক আমরা দুই বছর আগেই করে ফেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। খুব শিগগিরই এই সিদ্ধান্ত নিতে হবে। আগামী এক মাসেই অধিনায়কত্বের ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারব। এই সিরিজটা পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে আমাদের সিদ্ধান্ত নেব।
তিনি জানিয়েছিলেন, এই সিরিজে মাশরাফী অধিনায়ক হিসেবে খেলছে। এখনো ও অধিনায়ক আছে। এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের বোর্ড সভা। সেখানেই জেনে যাবেন সিদ্ধান্ত, খুব বেশি দেরি নেই।
নিষেধাজ্ঞার কারণে দলের বাইরে আছেন সাকিব আল হাসান। অধিনায়কত্বের প্রশ্নে বেশ খানিকাট পিছিয়ে আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। তরুণদের মধ্যেও যোগ্য তেমন কেউ নেই। তাই স্বাভাবিকভাবেই আলোচনায় আছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।
যদিও এর আগে অধিনায়ক হতে চান না বলে নিজের মত দিয়েছিলেন মুশফিক। এবার তিনি তার সে মত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, বোর্ড যদি চায় তাহলে ওয়ানডে দলের অধিনায়ক হতে প্রস্তুত তিনি।
এক সাক্ষাৎকারে মুশফিকুর রহিম জানিয়েছেন বিসিবি চাইলে অধিনায়ক হতে রাজি তিনি। তিনি বলেন, এটা (অধিনায়কত্ব) তো সম্মানের ব্যাপার, দেশকে নেতৃত্ব দেয়া অনেক গর্বের। অনেকে তো চাইলেও পায় না। বিসিবি যদি আমাকে অধিনায়ক হিসেবে চায় তাহলে আমি ভেবে দেখতে পারি।