দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে স্কাউটসদের আহ্বান জানালেন রুহুল হক এমপি
দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য রোভার স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।
শুক্রবার বিকাল ৪টায় দেবহাটার সখিপুর সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে আয়োজিত ৬ দিনব্যাপী ত্রয়োদশ সাতক্ষীরা জেলা রোভার মুট ও ৬ষ্ঠ কমডেকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল হক সকল রোভার স্কাউটদের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়নে একটি গরীব দেশ থেকে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বনির্ভর মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু তণয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পুরনে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টাকে সফল করতে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য রোভার স্কাউটদের প্রতি আহ্বান জানান এমপি রুহুল হক। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, খুলনা বিভাগীয় রোভার নেতা শহিদুল ইসলাম, জেলা রোভারের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা সরকারি কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব। উদ্বোধন পরবর্তী অতিথিবৃন্দরা রোভার মুটে অংশগ্রহন করা বিভিন্ন কলেজের রোভার দলের ডিসপ্লে পরিদর্শন করেন। উল্লেখ্য, এবারের রোভার মুট ও কমডেকাতে জেলার বিভিন্ন কালেজের ৩৬টি ইউনিট অংশগ্রহন করেছে। বুধবার ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে ত্রয়োদশ রোভার মুট ও ৬ষ্ঠ কমডেকা শেষ হবে।