দিল্লিতে সংঘর্ষ: নিহত বেড়ে ২৮
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। আহত হয়েছেন দুই শতাধিক। খবর এনডিটিভির
বুধবার নতুন করে সহিংসতা হয়েছে দিল্লির ভজনপুর এলাকায়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পরিদর্শনের কয়েক ঘণ্টার মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটলো। কয়েক দফা পর্যালোচনামূলক বৈঠক করেও সহিংসতা ঠেকাতে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিকে তিনদিন ধরে, অপ্রত্যাশিত সংঘর্ষে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘শান্তি ও সৌভ্রাতৃত্বের’ আবেদন জানিয়েছেন, তিনি জানান, দিল্লির বিভিন্ন জায়গার পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
টুইটে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘আমি আমার দিল্লির ভাই বোনদের আবেদন করব, তারা যেন শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখেন’।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় সহিংসতার ঘটনায় ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন বিরোধী শিবিরের প্রেসিডেন্ট মনোনয়ন লড়াইয়ে থাকা বার্নি স্যান্ডার্স। তিনি এটিকে মানবাধিকার ইস্যুতে নেতৃত্বের ব্যর্থতা বলে অভিহিত করেছেন।