ডুমুরিয়ায় মাগুরখালীতে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন মহানাম যজ্ঞ কমিটি কর্তৃক পঞ্চম দিনের ঘোড়া দৌড় প্রতিযোগিতা বুধবার বিকাল ৩ টায় স্থানীয় মাগুরখালী ইউনিয়নের বিল প্রাঙ্গণে ১৮টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন ৬নং মাগুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর সরোজ কুমার রায়, সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ দেবপ্রসাদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা দীপঙ্কর রায়, সুকৃত, জামিরঞ্জন সানা, প্রসাধ মন্ডল, ইউনুস সরদার, তরুণ বৈরাগী, চিত্তরঞ্জন সাহা প্রমুখ।
দূরদূরান্ত থেকে ঘোড়া নিয়ে দৌড় দিতে আসা ব্যক্তিরা হলেন নাজির মোল্লা, অপু বিশ্বাস, মোজাফফার, গোলাম রসূল, নাসিম, শামীম, হাজি উজমান, নজরুল ইসলাম, মান্নান, মান্দার খা, ওলিয়ার রহমান, ওহাব আলী, রুহানি, সবুজ, মমতাজ, আনোয়ার হোসেন, মুছা। ১৮টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শেষে দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আমজাদ হোসেনের পাখি ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার হয়েছে আনোয়ার হোসেনের ইসামতি তৃতীয় স্থান অধিকার হয়েছে অপু বিশ্বাস লেবু গাছে হয়েছে নাসিম পঞ্চম স্থান অধিকার করেছেন ম্যাজিক রিনা প্রথম পুরস্কার দশ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার আট হাজার টাকা, তৃতীয় পুরস্কার ছয় হাজার টাকা, চতুর্থ পুরস্কার চার হাজার টাকা, পঞ্চম পুরস্কার দুই হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। ঘোড়ার দৌড় দেখতে আসা আসা হাজার হাজার জনতা উক্ত খেলা উপভোগ করেন।
Please follow and like us: