করোনা ইস্যুতে ওমরাহ ভিসা বন্ধ
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।
ভাইরাস কোভিড-১৯ এর প্রাদুর্ভাব কমাতে আন্তর্জাতিক তৎপরতা অব্যাহত থাকার পরেও ইতালিতে আক্রান্তের সংখ্যা ৪শ’তে পৌঁছেছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের হার ২৫ শতাংশ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি জনবহুল কর্মসূচিগুলো স্থগিত করা হয়েছে সেখানে।
বিশ্বব্যাপী এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে ৮৮ হাজারের বেশি মানুষ। প্রাণ গেছে দুই হাজার ৮০১ জনের।
Please follow and like us: