সাতক্ষীরায় ২৮ ফেব্রুয়ারি ত্রয়োদশ জেলা রোভার মুটের উদ্বোধন
”দক্ষ নাগরিক উন্নত দেশ” স্লোগানে ২৮ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের ত্রয়োদশ সাতক্ষীরা জেলা রোভার মুট ও ষষ্ঠ কমডেকা ২০২০। ২৮ ফ্রেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত খান বাহাদুর আহছানুল্লা কলেজে অনুষ্ঠিত মুট ও কমডেকায় জেলার ৩৬ টি ইউনিট অংশ গ্রহণ করবে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় ত্রয়োদশ জেলা রোভার মুটের উদ্বোধন করবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটের সভাপতি এস এম মোস্তফা কামাল।
২৯ ফেব্রুয়ারি শনিবার সকালে ষষ্ঠ কমডেকার উদ্বোধন করবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রকল্প) মোঃ মহসীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুট চীফ প্রফেসর মোঃ মনিরুজ্জামান (এলটি)। মুট এরিনা হলো খান বাহাদুর আহছানুল্লা। মুট চলাকালীন প্রফুল্ল নামে মুট স্মরণিকা প্রকাশ করা হবে। ৪টি সাব ক্যাম্পে বিভক্ত হয়ে রোভার স্কাউটরা মুটের কার্যক্রম পরিচালনা করবেন। ক্যাপ্টেন শাহাজান মাস্টার সাব ক্যাম্প, আব্দুল মজিদ সাব ক্যাম্প, সালামাতুল্লাহ সাব ক্যাম্প ও ফজিলাতুন্নেছা সাব ক্যাম্পে পৃথক পৃথক অনুষ্ঠান চলবে। মুটে শুভ সকাল, তাবুকলা, হাইকিং, তাবু জলসা, দেয়াল পত্রিকা, অবস্টাকল ও পাইনিওয়ারিং, সমাজ উন্নয়ন কার্যক্রম, ইয়ুথ পার্লামেন্ট, অভিযান, ট্যালেন্ট সার্চ, খেলা, ব্যক্তিগত দক্ষতা চ্যালেঞ্জে রোভার স্কাউটরা দক্ষতা প্রমাণের সুযোগ পাব।
ত্রয়োদশ জেলা রোভার মুট ও ষষ্ঠ জেলা কমডেকায় সাতক্ষীরা সরকারি কলেজ ক ইউনিট, সাতক্ষীরা সরকারি কলেজ খ ইউনিট, সাতক্ষীরা সরকারি কলেজ গার্লস ইন রোভার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ, সাতক্ষীরা সিটি কলেজ ক ইউনিট, সাতক্ষীরা সিটি কলেজ গার্লস ইন রোভার, ঝাউডাঙ্গা কলেজ, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, কলেজ অব বিজনেস এন্ড টেকনিক্যাল এডুকেশন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ, সীমান্ত আদর্শ কলেজ ক ইউনিট, সীমান্ত আদর্শ কলেজ গার্লস ইউনিট, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, কলারোয়া সরকারি কলেজ, কলারোয়া, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, কলারোয়া, সোনার বাংলা ডিগ্রি কলেজ, কলারোয়া, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, তালা, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা, শালিখা কলেজ, তালা, কপোতাক্ষ মুক্ত রোভার গ্রুপ, তালা, আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি, সরকারি খান বাহাদুর আহছানউল্লা ক ইউনিট, দেবহাটা, সরকারি খান বাহাদুর আহছানউল্লা খ ইউনিট, দেবহাটা, সরকারি খান বাহাদুর আহছানউল্লা গার্লস ইউনিট, দেবহাটা, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, দেবহাটা, দেবহাটা কলেজ, দেবহাটা, কালিগঞ্জ সরকারি কলেজ, কালিগঞ্জ, দক্ষিণ শ্রীপুর কে এম এল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজ, কালিগঞ্জ, নলতা আহছানিয়া মিশন রেসি: মডেল কলেজ, কালিগঞ্জ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালিগঞ্জ, শ্যামনগর সরকারি মহাসিন কলেজ ক, শ্যামনগর, শ্যামনগর সরকারি মহাসিন কলেজ খ, শ্যামনগর, মুন্সিগঞ্জ কলেজ, শ্যামনগর, নওয়াবেকী মহাবিদ্যালয় রোভার স্কাউট দল অংশ গ্রহণ করবে। মুটে সভাপতির দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, মুট চীফ থাকছেন রোভার অ লের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান, এলটি, ডেপুটি মুট চীফ হিসেবে থাকছেন সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, জেলা রোভার স্কাউটের কমিশনার ইমদাদুল হক, এ এস এম আব্দুর রশিদ, আবু তালেব। অন্যদিকে, ৩ মার্চ মুটের মহাতাবুজলসা ও সমাপনী অনুষ্ঠিত হবে।