দেবহাটায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, সেমিনার ও প্রেস ব্রিফিং
দেবহাটায় অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ন ও তত্বাবধানে বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত প্রচার, সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ অফিসার আব্দুল মজিদ, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, প্রশিক্ষক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন নাহার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, প্রোগ্রাম অফিসার ইমরান হোসেন, তথ্য অফিসার শামছুন্নাহার, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সখিপুর আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তবিবুর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তৃতায় দালাল কিংবা প্রতারকদের মাধ্যমে প্রতারণার শিকার না হয়ে বরং বৈধপথে সরকারী ভাবে প্রশিক্ষন নিয়ে কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে বিদেশ গমণের জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।