আশাশুনিতে মাদক, জঙ্গী ও সস্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরার আশাশুনিতে মাদক, জঙ্গী ও সস্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শ্রীউলা ইউনিয়ন পরিষদের আয়োজনে, নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
https://www.facebook.com/1097067257079185/videos/2356755447948521/
ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপএম বার, বিশেষ অতিথি ছিলেন, সিনিঃ সহকারী পুলিশ সুপার (দেবহাটা) শেখ মোঃ ইয়াছিন আলি, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ সালাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী প্রমূখ।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপএম বার বলেন, অপরাধের জড়িত জন প্রতিনিধি, ব্যক্তি, ব্যবসায়ীসহ সকলের তালিকা আমাদের হাতে রয়েছে, সকলকে সতর্ক করে যাচ্ছি- ঠিক হয়ে যান, ভাল কাজ করে সমাজে নিজের অবস্থানকে ঠিক করুন। অন্যথায় কাউকে ছাড় দেওয়া হবেনা। সাতক্ষীরা জেলা অতীতের যেকোন সময়ের তুলনায় শান্ত, আশাশুনি একটু ব্যতিক্রম আছে। জন প্রতিনিধিরা মানুষের সেবক, তারা মানুষকে সেবা করার শপথ নিয়েছেন। আজকে বিভিন্ন এলাকায় জন প্রতিনিধি, রাজনীতিবিদ, দালাল ও প্রতারকচক্র জমিদখল, মাদক ব্যবসা, প্রতারনা করে সরল সহজ মানুষকে ঠকিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর আইন আছে। সরকার এব্যাপারে কঠোর। তাদেরকে সতর্ক করে দিচ্ছি, আইনের হাত থেকে কেউই রেহাই পাবেনা।