শিশুর বিকাশে জেলা ইসিসিডি কমিটির সদস্যবৃন্দের অরিয়েন্টেশন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক পরিচালিত শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত (ইসিসিডি) নীতি ২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সাতক্ষীরা জেলা ইসিসিডি কমিটির সদস্যবৃন্দের ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায় দিনব্যাপি উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা ইসিসিডি কমিটির সদস্যবৃন্দের ওরিয়েনটেশনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওরিয়েনটেশনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার এর উপ-পরিচালক (উপ-সচিব) হুসাইন শওকত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ইসিসিডি কমিটির সদস্য তারিকুল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল কাফি, সাতক্ষীরা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশিষ চৌধুরী। সাতক্ষীরা জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলামের স ালনায় ওরিয়েনটেশনে শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের (ইসিসিডি) গুরুত্ব, ইসিডি ভিডিও প্রদর্শন, বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশে ইসিসিডি পলিসিরি প্রয়োজনিয়তা, শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের নীতি ২০১৩ এর মূল বিষয়বস্তুসহ ইসিসিডি’র বিভিন্ন উদ্দীপনামূলক কাজ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন ডিআরটি সদস্যবৃন্দ। ওরিয়েনটেশনে জেলা ইসিসিডি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।