তালায় পদবী আপগ্রেডেশনের দাবিতে উপজেলা ভূমি অফিসে কর্ম বিরতি পালন
সাতক্ষীরা তালায় ২৫,২৬ এবং ২৭ফেব্রুয়ারি ৩দিন যাবত পদবী আপগ্রেডেশনের দাবিতে উপজেলা ভূমি অফিসে কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। চরম ভোগান্তিতে রয়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। সারা দেশে একযোগে একই দাবী উঠেছে বলে জানায়, তালা ভূমি অফিসের কর্মচারীরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা তালা-পাটকেলঘাটায় অবস্থিত ভূমি অফিসে নাজির, সারাতসহ অন্যান্য কর্মচারীরা তাদের পদবী আপগ্রেডেশনের দাবিতে অফিসে কর্মবিরতি পালন করছে। জিজ্ঞাসাবাদে তারা বলেন, ভূমি প্রশাসনের কর্মরত প্রচলিত পদবী অতি প্রাচীনকালের। অনেক সময় সাধারণ মানুষ পদবীর সঙ্গে কাজের মিল খুঁজে পায়না।
এ কারণে উপজেলা ভূমি অফিসে কর্মরত নাজির, সায়ারাত সহকারীসহ বিভিন্ন পদের কর্মচারীরা তাদের প্রাচীন পদবী পরিবর্তন করে পদবী আপগ্রেডেশনের দাবি করে আসছে। ইতোমধ্যে নিন্মগ্রেডে কর্মরত তহশীলদার (নায়েব)দের পদবী এবং বেতনস্কেল পরিবর্তনের কাজ অনেকদুর এগিয়ে গেলেও ১(এক) গ্রেড উপরে কর্মরত নাজির, সায়ারাত সহকারীসহ অন্যান্য কর্মচারীদের পদবী পরিবর্তন হচ্ছে না। এ কারণে মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষণা করে ২৫,২৬ এবং ২৭ফেব্রুয়ারি ৩(দিন) দিন কর্মবিরতি পালন করা হবে। ফলে মঙ্গলবার(২৫ফেব্রুয়ারি) প্রথম দিন কর্মবিরতি পালন করা হচ্ছে। কর্মবিরতির ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। আমরা কখনও চাইনা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়–ক। তারা তাদের কেন্দ্রীয় সমিতির নির্দেশে কর্মসূচি পালন করছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যাতে দ্রুত এর একটা সুষ্ঠু সমাধান হয় এবং তারা দ্রুত কাজ যোগদান করে মানুষের সেবা দিতে পারে।