কলারোয়ায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
কলারোয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে সাতক্ষীরা-১ তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এ কৃষি মেলার উদ্বোধন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু , প্রফেসর আবু নসর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল হাসান, বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ, জনপ্রতিনি, মিডিয়াকর্মীসহ সুধিজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী অফিসার তাপস কুমার দাস। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ২২টি স্টল ও বিভিন্ন কৃষিপ্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।