আশাশুনিতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুবঋণ বিতরণ
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আশাশুনিতে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সিএস আহমেদ তাহমিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৮ জন প্রশিক্ষিত যুব ও যুবাকে ৬ লক্ষ ৩৬ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। ঋণ গ্রহীতারা হলেন মৎস্য খামারী আরেফিন আক্তার ১ লক্ষ টাকা, রফিকুল ইসলাম ৮০ হাজার টাকা, রত্না পারভিন ৭২ হাজার টাকা, তানভীর আহম্মেদ ৭২ হাজার টাকা, গোলাম রাব্বী ৭২ হাজার টাকা, মর্জিনা খাতুন ৮০ হাজার টাকা, রাজিয়া খাতুন ১ লক্ষ টাকা ও পোল্ট্রি ফার্ম মালিক বিলাল হোসেন ৬০ হাজার টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ১ম ব্যাচের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদের সি ত অর্থ ফেরতদানের অনুমতি প্রদানের কথা ঘোষণা করেন।