নৌকার সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষ স্বস্তিতে থাকে শান্তিতে থাকে, দেশে ব্যাপক উন্নয়ন হয় …………… শাহীন চাকলাদার
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ বিশ্বাস করে নৌকার সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষ স্বস্তিতে থাকে শান্তিতে থাকে, পরিবার-পরিজনকে নিয়ে ভালোমন্দ খেয়ে বসবাস করতে পারে, দেশে ব্যাপক উন্নয়ন হয়। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, আওয়ামী লীগ যদি শক্তিশালী হয়, তবে সরকারও শক্তিশালী হয়। ঐক্যের কোন বিকল্প নাই। নেত্রীর দেওয়া নৌকা আগামী ২৯ মার্চ ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি, জাতীয় পার্টি দেশের ক্ষমতায় ছিল, কিন্তু তারা দেশের মানুষের কল্যাণে কোন কাজ করেনি। যে কারণে দেশে মানুষ এখন এক ধারায় ফিরে এসেছে। তারা নৌকার বাইরে কেউ ভোট দিতে চায় না।
এপ্রিল মাস থেকে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা শুরু হবে। খোলা মাঠে তৃণমূলের মতামতের মাধ্যমে সভাপতি-সম্পাদক নির্বাচিত করতে হবে। নারীদের সম্মান রক্ষা করে প্রতিটি কমিটিতে ৩০ ভাগ নারীদের অর্ন্তভূক্ত করতে হবে। সনাতন ধর্মের লোকদেরও প্রতিটি কমিটিতে অর্ন্তভূক্ত করতে হবে। দলের সিদ্ধান্ত অনুযায়ী উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে। চেন অব কমান্ড থাকতে হবে। কেশবপুর উপজেলা বাসী যাতে ভালো থাকতে পারে তার দেখভাল করবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উন্নয়ন দেবে আওয়ামী লীগ সরকার। আমরা সেই আওয়ামী লীগের সাথে থেকে উন্নয়নের কাজ করে যাব।
শনিবার দুপুরে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহŸায়ক আব্দুল আলিমের সভাপতিত্বে ও আব্দুর রশিদের সঞ্চালনায় উপজেলার গোপালপুর পেট্রোল পাম সংলগ্ন চত্ত্বরে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। আরো বক্তব্য রাখেন ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগনেতা শ্যামল মল্লিক ও তবিবুর রহমান মিলন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য গৌতম রায়, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদিকা মমতাজ বেগম, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মিন্টু, ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
পরে বিকালে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।