পাটকেলঘাটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে মহান একুশ উদযাপিত
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পাটকেলঘাটায় যথাযথ মর্যাদা ও নানা কর্মসুচির মধ্যদিয়ে উৎযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, বর্ণঢ্য রালি,আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান।
একুশের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১মিনিটে পাটকেলঘাটা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন আওমীলীগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ, জাসদ, বি এন পি, পাটকেলঘাটা থানা প্রশাসন বনিক সমিতি, নিউজ ক্লাব, প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন। দিনটির শুরুতে পাটকেলঘাটার সকল শিক্ষা প্রতিষ্টান ও রাজনৈতিক দল গুলো পৃথক পৃথক রালি বের করে। এরপর রালিটি পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পন করে। তারপর স্ব স্ব প্রতিষ্ঠানে এসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির সমাপ্তি হয়।
এছাড়া পাটকেলঘাটার কুমিরা, ধানদিয়া, নগরঘাটার ও খলিষখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালিত হয়েছে।
Please follow and like us: