নবজীবনে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন
নবজীবনের উদ্দোগে কেন্দ্রীয় ও নিজস্ব শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নবজীবন, নবজীবন ইনন্সটিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্দ্যোগে মধ্যরাতে ব্যানার ও পুষ্পমাল্য সহকারে একটি বর্নাঢ্য র্যালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে দিনের প্রথম প্রহর ১২.০১ মিনিটে সাতক্ষীরা জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি নবজীবনের পক্ষ থেকে শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল ১০টায় নবজীবন শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবজীবনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শহিদ খান। নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবুল খান চৌধুরি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবুর খান চৌধুরি, বীর মুক্তিযোদ্ধা জেনারেল হক খান চৌধুরি, সাপ্তাহিক সুর্যে্যর আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরি , নবজীবনের সভাপতি সামছুল আলম খান ও নির্বাহী সদস্য তৈয়েব হাসান। উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মীর ফখর উদ্দীন আলী আহম্মেদ,নবজীবন ইন্সটিটিউটের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নবজীবনের প্রতিষ্ঠাতা শহিদ খান বলেন মাতৃভাষার ইতিহাস একুশে ফেব্রুয়ারী বাঙ্গালী জাতীর জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সালাম, জব্বার, বরকত, রফিক, শফিক সহ নাম না জানা বহু মানুষ ভাষা আন্দোলনে রাজ পথে শহীদ হয়। বিশ্বের ইতিহাসে এটিই ভাষা আন্দোলন নামে পরিচিত। বিশ্বের ইতিহাসে বহু আন্দোলন সংগ্রামের কথা জানা গেলেও মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত ঝরানোর নজীর নেই। অনেক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই মাতৃভাষা। ভাষা আন্দোলনের পথ ধরে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন স্বার্বভৌমত্ব রাষ্ট্র, অর্জন করেছি স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়ানোর অধিকার। তাই তিনি ভবিষ্যত প্রজন্মকে একল ইতিহাস জানা এবং জানানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহব্বান জানান এবং নবজীবনের দীর্ঘায়ু ও উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। এসময় নবজীবনের সকল সেকশনের কর্মকর্তা,কর্মচারী,ছাত্র-ছাত্রী সহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।