শ্যামনগরে মুজিববর্ষে তারুণ্যের ভাবনা শীর্ষক অনুষ্ঠান
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২০ ফেব্রুয়ারী সকাল ১১টায় শ্যামনগরে মুজিববর্ষে তারুণ্যের ভাবনা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর পরিকল্পনায় এবং সঞ্চালনায় শ্যামনগর মডার্ণ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তাদের নিজ নিজ ভাবনা ও অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রীন সাতক্ষীরা ক্লিন সাতক্ষীরার রুপকার জেলা প্রশাসককে গ্রীন সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এসময় বিভিন্ন বিদ্যালয়ে ওয়েস্টবিন বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরার স্বপ্ন দ্রষ্টা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে ধন্যবাদ জানান। এরপর দুপুর ১টায় শ্যামনগরের মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টে সুন্দরবনের জীব বৈচিত্র সংরক্ষণ ও বিশ্ব ঐতিহ্য রক্ষায় বনজীবি, মৌয়াল ও বাওয়ালীদের বিকল্প কর্মসংস্থান কর্মসূচী ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি), আব্দুল হাই সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব আবুল কাশেম মোড়ল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।