করোনাভাইরাসে দুই ইরানি নাগরিকের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে।
বুধবার এ খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা (আইআরএনএ)। তবে সংস্থাটি নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।
ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা বাহাবজাদেহের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, নিহত দুই জনই করোনাভাইরাসের জীবাণু বহন করছিলেন। তারা ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম নামক এলাকার বাসিন্দা। এর বাইরে নিহতদের বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে বুধবারই ইরানের স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির আরেক বার্তা সংস্থা আইএসএনএ জানায়, করোনাভাইরাসে ইরানের দুই জন নাগরিক আক্রান্ত হয়েছেন। পরে কর্মকর্তারা আক্রান্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এর আগে হংকং, ফিলিপাইন, জাপান, তাইওয়ান, ফ্রান্সে রোগী মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।
করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। পুরো দেশজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৫৭ জন। এছাড়া বিশ্বের প্রায় ২৮টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য জানা গেছে।