সাতক্ষীরা কামালনগরের মাদকাসক্ত দুই ভাইকে গ্রেফতারে এলাকায় স্বস্তি
সাতক্ষীরা কামালনগরের মাদকাসক্ত দুই সহোদর ভাইকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরেছে। অনেকে পুলিশকে সাধুবাদও জানিয়েছেন।
জানা গেছে, দক্ষিণ কামালনগরের মৃত মান্দার গাজির অসহায় স্ত্রী ময়না খাতুন তার মাদকাসক্ত দুই পুত্র হান্নান ও মান্নানের নির্যাতনে দিশেহারা হয়ে উঠেছিলেন। নেশার টাকা দিতে না পারায় দুই ভাই একাধিকবার তাদের মাতা ময়না খাতুনকে মারপিট করে গুরুতর আহত করেছে। অসহায় ময়না খাতুন দুই ছেলের ভয়ে পালিয়ে ভিক্ষা করে সংসার পরিচালনা করছিলো। ওই দুই ভাই বাড়ির পুরাতন ইট ও ঘরের চালের টিন বিক্রয় করে মাদক সেবন করে আসছিল। তাদের অত্যাচার থেকে রক্ষা পেতে অসহায় বৃদ্ধা ময়না খাতুন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিলেন। একপর্যায়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নির্দেশে এস আই হালিম গত ৬ ফেব্রুয়ারি ওই মাদকাসক্ত দুই ভাই মান্নান ও হান্নানকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। তাদের আটক করায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নাট্য সম্পাদক শেখ মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সায়েম ফেরদৌস মিতুল, মনিরুজ্জামান মুন্না, মানবিক ফাউন্ডেশনের সভাপতি অতুল ঘোষ, সহ-সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, ইব্রাহিম খলিল, রাকেশ, ইব্রাহিম, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহবায়ক আছিফ সরদার প্রমুখ। নেতৃবৃন্দ ওই মাদকাসক্ত দুই ভাইয়ের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।