সাতক্ষীরা জেলা জাসদের অভিষেক সভা ২২ ফেব্রুয়ারি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, সাতক্ষীরা জেলার নব-নির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক সভা আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার বিকাল তিনটায় দৈনিক দক্ষিণের মশাল কার্যালয় (মধুমল্লারডাঙ্গী, সংগ্রাম হাসপাতালের সামনের গলি, সাতক্ষীরা) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অভিষেক সভায় আগামী ২৮ ও ২৯ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার জাসদের জাতীয় কাউন্সিল ২০২০-এর জন্য কাউন্সিলর নির্ধারণসহ সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। সভায় সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু। সভায় জেলা কমিটির নব-নির্বাচিত সকল সম্মানিত সদস্যকে উপস্থিত হওয়ার জন্য সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Please follow and like us: