সাতক্ষীরায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর মাঝে চেক বিতরণ
‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ রোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষ কিভাবে ভাল থাকবে সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সাতক্ষীরায় অনেক অসুস্থ্য মানুষ রোগে আক্রান্ত আছে তাদের কল্যাণে আমি চেষ্টা করছি একটু বরাদ্ধ বেশি আনা যায় কিভাবে। জননেত্রী শেখ হাসিনা ভাল থাকলে দেশ ভাল থাকবে। দেশের সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার অবদান বলে শেষ করা যাবেনা। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার উদ্যোগ গ্রহণ করেছেন জননেত্রী শেখ হাসিনা বলে জানান এমপি রবি।’
এসময় উপস্থিত সকলের কাছে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র উপপরিচালক দেবাশিষ সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, দীলিপ কুমার দেব, সমাজসেবা প্রবেশন অফিসার সুমনা, প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম, দেবহাটা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন প্রমুখ। এসময় জেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ রোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১শ’৪৬ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৭৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান।