মার্চ থেকেই ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’র যাত্রা শুরু
সরকারি অনুদানপ্রাপ্ত এবং বঙ্গবিডির সহ-প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’। এ চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হবে ১৩ মার্চ থেকে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল। চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।
ঢাকা, মংলা, সুন্দরবন, চাঁদপুর ও বরিশালের নদীপথের মনোরম স্থানগুলোয় চলচ্চিত্রটির চিত্রধারণ করা হবে। এ ছবির চিত্রগ্রাহক হিসেবে কাজ করবেন সুমন সরকার, শিল্প নির্দেশক হিসেবে সামুরাই মারুফ।
চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করছেন সিয়াম ও পরিমনি। অন্যান্য চরিত্রে শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ একঝাঁক শিশুশিল্পী অভিনয় করবেন।
জানা গেছে, এরই মধ্যে ছবিতে অভিনয় করতে যাওয়া শিশুশিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি পরিচালনা করছেন আশিষ খন্দকার।
প্রসঙ্গত, ড. মুহম্মদ জাফর ইকবালের শিশু-কিশোর উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। এ সিনেমার জন্য প্রথমবারের মতো গানও লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।