পল্লী চেতনা অচখঊ প্রকল্পের আওতায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ
পল্লী চেতনা কর্তৃক বাস্তবায়িত অচখঊ প্রকল্পের আওতায় দু’দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার পল্লী চেতনা নারী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, জোড়দিয়া সাতক্ষীরায় এ প্রশিক্ষণ শেষ হয়েছে।
ইউকে এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের এর সহযোগিতায় আশাশুনি ও সদর উপজেলার ৩০টি ভূমিহীন প্রান্তিক ও জলমহাল দলের ৩০ জন সুবিধাভোগী সদস্য সমন্বয়ে গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। তিনি সংক্ষিপ্তভাবে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যসহ প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাছাড়া সাম্প্রতিক চীন থেকে ছড়ানো ভয়াবহ করোনা ভাইরাস এর কারন ও প্রতিরোধ মূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন।
প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক ছিলেন, সদরের উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আফছার আলী এবং দ্বিতীয় দিন প্রশিক্ষক ছিলেন, সদর উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল হামিদ। কোর্স কো-অর্ডিনেটর ছিলেন, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী এবং কোর্স সহযোগী ছিলেন, ফাইন্যান্স এন্ড এ্যডমিন অফিসার পরিমল কুমার ঢালী। প্রশিক্ষকগণ গরুর ভাল জাত নির্বাচন, ক্রয় ও বিক্রয়, গরুর বাসস্থান, যত্ন ও পরিচর্যা, কৃমি ও তার প্রতিকার, গরুর রোগ, রোগের কারন, কারন অনুসারে রোগের প্রকারভেদ, সংক্রামক রোগের টিকা, খাদ্য ও তার প্রকারভেদ, খাদ্য উপাদান ও তার কার্যাবলী, গরুর খাদ্য চাহিদা নিরুপন, খাদ্য প্রস্তুতের শর্তাবলী, সবুজ ঘাস উৎপাদন ও সরবরাহ, কাচা ঘাস সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি, ভেজা খড় সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি, ইউরিয়া ও চিটাগুড় মিশ্রিত খড় প্রস্তুত ও প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।